বিশ্ব ইজতেমায় পানির সমস্যা হবে না: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০১:২৪ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় প্রতিবছরেই পানির সংকট দেখা দেয়। এনিয়ে হিমশিম খেতে হয় প্রতিটি দপ্তরকে। তাই এবছর দু'টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও পয়ঃনিষ্কাশনের জন্য রয়েছে সুব্যবস্থা।
বুধবার ইজতেমা পরিদর্শন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা জানান।
পরে, বিকাল ৩টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১৮টি আধুনিক বেড উপহার দেন।
বিশ্ব ইজতেমায় আগত বিদেশি মুসল্লিদের সেবা নিশ্চিত করতে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এই আধুনিক বেড উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাংলাদেশ জার্নাল/জিকে