ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ২১:৩৯  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০২৩, ২২:০১

অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
পর্যটকবাহী জাহাজ। ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। মৌসুমের তিন মাসের মাথায় শুক্রবার টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনে আসা-যাওয়ার অনুমতি পেয়েছে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকে আলোচনা শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

এ রুটে জাহাজ চলাচলের অনুমত মেলায় পর্যটকদের আগ্রহ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত