২৭ কেজির বাঘাইড়ের দাম সাড়ে ৩২ হাজার টাকা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ২১:৪৪
প্রায়ই দেখা যায় রাজবাড়ীর পদ্মার বিভিন্ন অংশে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এই মাছগুলো নদীর হওয়ায় এবং চাহিদা থাকায় বেশি দামে বিক্রিও হয় অনায়াসে। আজ শুক্রবারও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মাছের আড়তে ২৭ কেজি ওজনের বড় আকৃতির একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। মাছটি দৌলতদিয়া পদ্মা নদী থেকে পাবনার জেলেদের জালে ধরা পড়ে। ফেরিঘাট এলাকার এক ব্যবসায়ী ১ হাজার ২০০ টাকা কেজি দরে সাড়ে ৩২ হাজার টাকায় কিনে নেয় মাছটি। কেজি প্রতি ৫০ টাকা লাভে বিক্রি করবেন বলে ফেরির পন্টুনের সঙ্গে বেঁধে রাখেন।
জেলেরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার ঢালার চর এলাকার জেলেরা পদ্মা নদীতে মাছ শিকারে নামেন। জাল ফেলে ভাসতে ভাসতে আসেন পদ্মার গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়া অঞ্চলে। শুক্রবার ভোরে জেলেরা জাল গুটিয়ে নৌকায় তোলার পর দেখতে পান বড় এক বাঘাইড় মাছ জালে আটকে আছে। পরে মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া ঘাট মাছ বাজারে আসেন আব্দুল হালিমের আড়তে। এসময় নিলামে তোলা হলে তা সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।
গত মাসের শেষ সপ্তাহে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার পদ্মা নদীতেও বহরপুর এলাকার জেলে নুরাল বিশ্বাসের জালে ২৭ কেজি ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি তখন দৌলতদিয়া ঘাট মাছ ব্যবসায়ী কেছমত মোল্লার আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে স্থানীয় এক ব্যবসায়ী ১ হাজার ৩০০ কেজি দরে ৩৫ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে বাঘাইড় মাছ আব্দুল হালিমের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ কেজি দরে আমি কিনে নেই। এ সময় মাছটির ওজন দিয়ে দেখি প্রায় ২৭ কেজির মতো। পরে সাড়ে ৩২ হাজার টাকা দিয়ে কিনে বিক্রির জন্যে ফেরির পন্টুনের সঙ্গে বেঁধে রাখি।
বাংলাদেশ জার্নাল/এমপি