ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শিডিউল বিপর্যয়ের কবলে শাহজালাল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:৫২

শিডিউল বিপর্যয়ের কবলে শাহজালাল
শিডিউল বিপর্যয়। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (১৫ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত রানওয়ে কুয়াশায় ঢাকা থাকায় নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘণ্টা সময় পর ছেড়েছে ফ্লাইটগুলো।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের গুয়াঞ্জু ফ্লাইট চট্টগ্রামে, কাতার, শারজাহ ও ওমানের মাস্কাট থেকে আগত ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও ব্যাংকক থেকে আগত একটি কার্গো ফ্লাইট ও দিল্লি থেকে ঢাকাগামী ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে।

ভোর থেকে জাজিরা এয়ারওয়েজ, সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই, এমিরেটস ও এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট অবতরণের অপেক্ষায় ঢাকার আকাশে চক্কর খেয়েছে। পরে নির্ধারিত সময়ের চেয়ে ১ থেকে ২ ঘণ্টা বিলম্বে অবতরণ করে।

এছাড়াও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের প্রায় ৩০টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত