ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

  সভার প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৭:৪২

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা
মারজাহান আক্তার। ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারে শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে না পেরে মারজাহান আক্তার (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মারজাহান স্থানীয় মোমেনা চাকলাদার মহিলা কলেজের ডিগ্রী প্রথম বর্ষে ভর্তি হওয়ার দিনেই তার উপর অমানষিক নির্যাতন করে শবশুরবাড়ির মানুষ। নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মারজাহান।

সাভার মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে স্বামী, শ্বশুড়সহ ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন নিহতের মা পারভীন আক্তার।

জানা গেছে, লক্ষীপুর জেলার গান্ধারবাপুর গ্রামের প্রবাসি রেজুয়ানুর রহমানের মেয়ে মারজাহান আক্তার সাভারে তার মামা হুমায়ুন কবীরের বাসায় বেড়াতে আসেন। সেখানে মেয়েটিকে দেখে পছন্দ হওয়ায় গত ২০২২ সালের ২৫ মার্চ পারিবারিকভাবে বিয়ে দেন সাভারের দরিয়ারপুরের নূরুল আমীনের ছেলে এবং সাভার রেজিস্ট্রি অফিসের নকলনবীশ রাসেদুল ইসলাম (২৫) এর সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শ্বশুড়বাড়ির নির্যাতন সইতে হয়েছে মারজাহানকে।

গত ১৯ জানুয়ারি মারজাহান লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাভারের মোমেনা চাকলাদার মহিলা কলেজের ডিগ্রী প্রথমবর্ষে ভর্তি হন। কলেজে ভর্তি হওয়ার অপরাধে মারজাহানের স্বামী রাসেদুল কলেজে গিয়েই প্রকাশ্যে তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে এবং হুমকি দেন। এরপর সে বাসায় গেলে কলেজে ভর্তি হওয়ার অপরাধে শ্বশুড় নূরুল আমীন, দেবর রাকিব (১৮), ননদ অন্তু (২৩) মারজাহানকে শারীরিকভাবে চরম নির্যাতন চালায়। মারজাহান ফোনে তার মাকে বিষয়টি জানান। এরপরও নির্যাতন অব্যাহত থাকায় ঐ রাত প্রায় সাড়ে ১০টার দিকে নিজ ঘরে মারজাহান ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ ঝুলন্ত মারজাহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মোমেনা চাকলাদার মহিলা কলেজের শিক্ষার্থী জানান, মারজাহান কলেজে ভর্তি হতে এলে সে সময় তার স্বামী ও অন্যান্য লোকজন মারজাহানকে নানাভাবে অপমান অপদস্থ করে বাসায় নিয়ে যায়। সে সময় বিষয়টি আমাদের কাছে খারাপ লেগেছে। তার মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না।

মারজাহান আক্তারের মামা হুমায়ুন কবীর বলেন, পরিকল্পিতভাবে আমার ভাগ্নিকে হত্যা করেছে নূরুল আমীন ও তার পরিবার। অনেক সম্পদের মালিক হওয়ায় বিয়ের পর থেকে তারা মারজাহানকে শারীরিক ও মানষিক নির্যাতন করতো। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিহত মারজাহানের মা পারভীন আক্তার জানান, বিয়ের পর থেকে গরীব বলে নানাভাবে আমার মেয়ে ও আমাকে তিরষ্কার করতো নূরুল আমীনের পরিবার। মারজাহানের স্বামী রাশেদুল ইসলাম, দেবর রাকিব ও ননদ অন্তুর যন্ত্রণায় আমার মেয়ে অতিষ্ট ছিলো। এক সময় তাদের পরিবার থেকে আমার মেয়ে লক্ষীপুরে চলে আসে। তখন আমার মেয়েকে আর সে সংসারে ফেরৎ পাঠাবো না বলে সিন্ধান্ত নেই। কিন্তু নূরুল আমীনের পরিবার আবারও আমার মেয়েকে অত্যাচার করবে না মর্মে নিয়ে যায়। আজ তাদের কারণে আমি মেয়ে হারালাম। বড়লোকের কাছে মেয়ে বিয়ে দেয়া অনেক বড় ভুল হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গত ২০ তারিখে এ ব্যাপারে ৩০৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মারজাহানের স্বামী রাসেদুল ইসলামকে ঐ দিনই গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। মারজাহান আত্মহত্যার সুষ্ঠু তদন্ত কাজ এগিয়ে চলছে।

পলাতক থাকায় এ ব্যাপারে নূরুল আমীন ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

মোমেনা চাকলাদার মহিলা কলেজের শিক্ষার্থী, সাভারের সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা মারজাহান হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত