বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৫৫

ফাইল ছবি।
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চাম্বল ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের দুদু মিয়ার ছেলে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ দাফনের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতার জন্য বলা হয়েছে। তিনি সব ধরনের সহযোগিতা করেছেন।
বাংলাদেশ জার্নাল/এমএ