প্রাইভেটকারের তেলের ট্যাংকে কোটি টাকার ইয়াবা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ২২:৫১ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২৩:৩৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় প্রাইভেট কারের তেলের ট্যাংকে ভরে ৩৫ হাজার ইয়াবা নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ ইসমাইল (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইসমাইল কক্সবাজারের টেকনাফ পৌরসভার গুদার বিল এলাকার আবদুস সালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারের সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রাইভেটকারের তেলের ট্যাংকারের বিশেষ কৌশলে এসব ইয়াবা লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে তা উদ্ধার করে। মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরকে