বিদেশে পাঠানোর নামে টাকা হাতিয়ে নিতেন তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:৪৭

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বিদেশে পাঠানোর নামে মোটা অংকের টাকা আত্মসাৎকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন, শাওন রহমান (৪৫) ও মো. কবির হোসেন (৩৫)। বুধবার রাতে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষকে বিদেশে যাওয়ার জন্য প্রলুব্ধ করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করছিলেন। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মো. আবুল কালাম আজাদ নামের একজন ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে