ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:০৮ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নানাবিধ প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। বৃহস্পতিবার ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
|আরো খবর
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতের সময় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিউন বলেন, বাংলাদেশের সব উন্নয়ন প্রকল্প ইআরডি হয়ে বিভিন্ন সহযোগী ও অর্থায়নকারী এজেন্সির কাছে যায়। এ ক্ষেত্রে কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা) ও ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ) অর্থায়ন করতে পারে। এ ধরনের কোনো প্রস্তাব আমাদের কাছে এলে আমরা যথাযথ গুরুত্বসহকারে বিবেচনা করব।
এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিউন ডিএসসিসির মেয়র শেখ তাপসকে বাংলাদেশ এবং কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তিতে নানাবিধ উদ্যোগের বিষয়ে অবগত করেন।
শেখ তাপস বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় ও পরীক্ষিত। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে অনন্য মাত্রায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করব। সাক্ষাতের সময় কোরিয়ার রাষ্ট্রদূত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারিদের দক্ষতা বৃদ্ধিতে নানা প্রশিক্ষণ প্রদানে সহযোগিতারও প্রস্তাব দেন। এ ছাড়াও বাংলাদেশ ও কোরিয়া সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ভিত্তি আরও মজবুত করতে একসঙ্গে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকায় কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি লি জাংইয়ল প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এমএ