শীতজনিত রোগে ৭২ দিনে ৯৫ জনের মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:২৬ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩২

ফাইল ছবি।
জার্নাল ডেস্ক
শীতজনিত রোগে ৭২ দিনে সারাদেশে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ২৪৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
|আরো খবর
এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৬ হাজার ৮২১ জন। এরমধ্যে মারা গেছেন ৯২ জন।
এ ছাড়া একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। এরমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ