রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রহমত, সাধারণ সম্পাদক কবির
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪৪

লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে জনকণ্ঠের রহমত উল্যাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের তৌহিদুল ইসলাম কবির নির্বাচিত হয়।
|আরো খবর
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন। দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি