রামগঞ্জে এমপির শীতবস্ত্র পেয়ে খুশি তারা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর প্রতিনিধি

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ড. আনোয়ার হোসেন খান এর উদ্যাগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ শীতবস্ত্র পেয়ে খুশি ১৫ শতাধিক নারী-শিশু-বৃদ্ধ।
চন্ডিপুর এলাকার বাসিন্দারা বলেন, আমরা গরিব। অসহায় মানুষ। আমাদের এখানে এসে আনোয়ার খান এমপির পক্ষে হাতে হাতে কম্বল তুলে দিয়েছেন এমপির লোকজন। এতে আমরা খুশি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আ.ক.ম রুহুল আমিন, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহমেদ, জেলা পরিষদ সদস্য ও রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউল, ৬নং লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান, কাউন্সিলর ফয়সাল মাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি অপু মাল, এমপির পিএস মো. রিয়াজুল হায়দার বাপ্পীসহ আরও ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ জার্নাল/এমপি