ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

খেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় প্রাণ গেল শিশুর

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:০৭

খেলতে গিয়ে ট্রাক্টরের চাকায় প্রাণ গেল শিশুর
নিহত শিশুর স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি

দেবীদ্বারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম খলিল নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনাটি ঘটে শনিবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের দক্ষিণপাড়া মালেক মাস্টারের বাড়ির পাশের মোহন পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নাল হোসেনের ভাই ভাই ব্রিকস ফিল্ডে।

নিহত শিশু কুরুইন গ্রামের অটোরিকশাচালক মো. আব্দুল আলীমের ছেলে। ইব্রাহীম খলিল ব্র্যাকের গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে মায়ের হাতে নাস্তা খেয়ে বাড়ির পাশের ব্রিক্স ফিল্ডের ট্রাক্টরে মাটি ভরাট করার সময় ট্রাক্টরে উঠে খেলছিল শিশুটি। এক পর্যায়ে ট্রাক্টর চালক ট্রাক্টরটি পেছনের দিকে ঘুরাতে গেলে শিশুটি ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ও হাত ভেঙ্গে মারাত্মক আহত হয়। স্থানীয়রা প্রথমে চান্দিনা মেডিনোভা হাসপাতালে এবং পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, নিহতের বাবা থানায় এসে মামলা দায়েরে অপারগতা জানান। তাই আমরা ইউডি মামলা দায়ের করে ময়না তদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের হস্তান্তর করেছি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত