চসিক প্রকল্প পরিচালকের কক্ষে ঠিকাদারদের হামলা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:০৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালকের কার্যালয়ে ভাঙচুর করেছেন কয়েকজন ক্ষুব্ধ ঠিকাদার। এ সময় প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী ওই কক্ষে ছিলেন।
|আরো খবর
রোববার বিকেল পৌনে চারটার দিকে চসিক ভবনের চতুর্থ তলার ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্প পরিচালকের নামফলক, টেবিলের কাচ ভেঙে ফেলেন ঠিকাদাররা।
বিষয়টি নিশ্চিত করেন চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম। তিনি বলেন, কয়েকজন ঠিকাদার আমাদের প্রকল্প পরিচালকের দপ্তরে হামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনে সিটি করপোরেশনের সাধারণ সভা ছিল। সভা শেষে বেলা পৌনে ৪টায় টাইগারপাসে অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী।
প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী বলেন, অনুমতি ছাড়া প্রায় ২০-২৫ জন ঠিকাদার আমার কক্ষে ঢুকে পড়েন। তারা কথা বলার এক পর্যায়ে অতর্কিতভাবে আমার ওপর হামলে পড়েন। এ সময় তারা উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাঁকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। প্রায় ১০ মিনিটের মতো মারধরের পর হামলাকারীরা সেখান থেকে চলে যান। প্রকল্পের কাজ না পাওয়া ঠিকাদাররা এই হামলা চালিয়েছে বলে জানান তিনি।
চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, স্বচ্ছতার মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চলছে। এরা হয়তো মনে করেছে বিভিন্নভাবে কাজ ভাগিয়ে নেওয়ার সুযোগ আছে। আমি আগেও বলেছি স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজ করা হবে। পিডি ভয়ভীতিতে মাথানত করেন না। ওরা হয়তো নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ পাননি।
তিনি বলেন, প্রকল্প পরিচালককে মারধর করেছেন, চিল্লাচিল্লি করেছেন। টিভি, গ্লাস ভেঙে ফেলেছেন। আমরা অবশ্যই অ্যাকশনে যাচ্ছি। সিসি ক্যামেরার পর্যালোচনা করে দেখা হচ্ছে কারা ছিলেন। ছবি বের করছি। যে ছেলেটার নেতৃত্বে এসেছে তাঁর নাম সাহাবুদ্দিন।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/আরআই