ডাস্টবিনে পড়েছিলো নবজাতকের লাশ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮

কুমিল্লায় ময়লা ফেলার স্থান (ডাস্টবিন) থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
|আরো খবর
সোমবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার দুপুরে এলাকাবাসি রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাস্টবিনের মধ্যে একটি বক্সে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পায়। পরে তারা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে শীঘ্রই শিশুটির আসল পরিচয় খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/জিকে