গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:২৪

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় আল ইমরান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার তারাকান্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে।
|আরো খবর
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া উত্তরপাড়ায় ভাড়া বাসায় থেকে নাওজোর এলাকায় পলমল গার্মেন্টসে চাকরি করতেন ইমরান। সোমবার রাতে কারখানা ছুটির পর বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি। পথে ইটাহাটা এলাকায় (ভাওয়াল কলেজের পশ্চিম পাশে) অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বাইসাইকেলসহ মহাসড়কে পড়ে যান ইমরান। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ