ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ময়মনসিংহে ২৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:৩১

ময়মনসিংহে ২৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুরায় ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব ও পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে যার মধ্যে ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে প্রধান শিক্ষক নেই ২৮টি বিদ্যালয়ে, এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে অতিদ্রুত এ সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদগুলো পূরণ করা দরকার বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি করার জন্য। কিন্তু কিছু জটিলতার কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না।’

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী জানান, বিষয়টি চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন শিক্ষক নিয়োগ হলে আশা করি তখন এই সংকট কেটে যাবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত