রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:০৫

রাজধানীর ভাটারা ১শ’ ফিট রোডে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুপ চান (২৮)।
|আরো খবর
ময়মনসিংহর ধোবাউড়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রূপচান স্ত্রী, পরিবার নিয়ে ভাটারা খিলবাড়িরটেক এলাকায় থাকতেন।
সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রূপচানের খালু বাদল মিয়া জানান, পুলিশের মাধ্যমে তারা রাতে খবর পান, ভাটারা ১শ ফিট রাস্তায় একটি বালুর ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পুলিশেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে তারা হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
এদিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত এমন দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি।
বাংলাদেশ জার্নাল/রাজু