চাঁদপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

জমি নিয়ে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শুক্কুর আলী (৬৫)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-মনোয়ার খান, আল আমিন ও আহাম্মদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় মনোয়ার খান, আল আমিন ও আহাম্মদকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত শুকুর আলী ও বিরোধী মনোয়ার খান, আলামিন, আহাম্মদ গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিলো। এদিন সকালে তাদের জমির একটি সীমানা তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শুকুর আলী ও অপরপক্ষের আলামিন আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আলামিন বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/রাজু