বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালকের চুক্তির মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
|আরো খবর
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের প্রকল্প পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ৫ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
বাংলাদেশ জার্নাল/এমএস