ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পুলিশ কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১২

রাজধানীতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল (৫৬) এর মৃত্যু হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার মালিবাগের এসবি সদর দপ্তর থেকে বাড়ি ফেরার পথে তেজগাঁওয়ের লাভ রোডে পৌঁছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পুলিশ কর্মকর্তার গাড়িচালক মো. জাফর আলী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে অফিস থেকে বাসায় নিয়ে যাচ্ছিলাম। পথে তেজগাঁও বিজয় সরণি লাভ রোডে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসি।
বাংলাদেশ জার্নাল/এমএ