ছয় আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ছয়টি আসনের উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম-কারচুপির তথ্য পায়নি কমিশন।
|আরো খবর
বুধবার বিকেলে উপ-নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, দুই-চারটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জায়গা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, উপনির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল না, এমন অভিযোগের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আস্থাশীল।
ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি