ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন জয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৩ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১০

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৪৬৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ১৬ হাজার ৬৯১ ভোট।
|আরো খবর
ভোটগ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান ভোটের ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী পেয়েছেন ৭ হাজার ১০ ভোট।
এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন-জাকের পার্টির মো. এমদাদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির মো. শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম।
এ আসনের মোট ভোটার ছিল ১ লাখ ৩১ হাজার ৮১৩ জন।
গত ডিসেম্বরে বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করলে এই আসনসহ ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৪ ও ৬ আসন শূন্য ঘোষণা করা হয়। আজ বুধবার এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।
বাংলাদেশ জার্নাল/আরকে