খোঁজ মিললো আসিফের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭

ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ছয় দিন ধরে নিখোঁজ ছিলো। ভোটের পরদিন আজ ঢাকায় তার বসুন্ধরার বাসায় ফিরে এসেছেন বলে খবর দিয়েছে পুলিশ।
|আরো খবর
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, আসিফের নিখোঁজের বিষয়ে আশুগঞ্জ থানায় করা জিডির তদন্ত চলছিল। তদন্তের ফাঁকে আজ বেলা ১২টার দিকে তার স্ত্রী মেহেরুন নিছার সাথে যোগাযোগ করা হলে তিনি আশুগঞ্জ থানার ওসিকে জানান, তিনি স্বামীর খোঁজ পেয়েছেন। তিনিও ঢাকায় আছেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার পথে রওনা হয়েছেন। এতদিন আসিফ কোথায় ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
পুলিশ সুপার বলেন, তিনি আসিফের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু মেহেরুন নিছা তাকে বলেছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ায় এসে কথা বলবেন।
গত ২৭ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ 'নিখোঁজ' আছেন বলে দাবি করে আসছিল তার পরিবারের। আসিফের সন্ধান ও সুষ্ঠু নির্বাচন চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন তার স্ত্রী মেহেরুন নিছা।
বাংলাদেশ জার্নাল/এমএস