ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

মানব পাচার চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

মানব পাচার চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৫
গ্রেপ্তারকৃতরা। ছবি: নিজস্ব

সৌদি আরবে মানব পাচার চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- চক্রের মূলহোতা মো. শহীদুল ইসলাম (৪৫), মো. শাহিন (৩৭), তৈয়বা (৫৫), মো. কাইয়ুম শাওন (৩৪) ও মো. লিটন মিয়া (৩০)।

বুধবার রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত‌দের জনশক্তি রপ্তানীর কোনো বৈধ লাইসেন্স নেই। তারা ভিকটিমদের কাছ থে‌কে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেয়ার লোভনীয় কথাবার্তা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়াও সৌদি আরবে পা‌ঠি‌য়ে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবি করতেন। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছেন।

র‌্যাব কর্মকর্তা ব‌লেন, তারা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। এ সকল অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/সুজন/এমএস

  • সর্বশেষ
  • পঠিত