আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন ২৭ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৩

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়েগো কাফিয়েরো আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
|আরো খবর
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে’ সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এফবিসিসিআই নেতাদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই দিনে ফরেন অফিস কনসাল্টেশন অনুষ্ঠিত হতে পারে এবং এই সময়ে দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।
মুখপাত্র জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের সময় ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকার নীতিগত অনুমোদন প্রদান করেছে। নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাসের উপ-মিশনপ্রধান বর্তমানে ঢাকা সফর করছেন।
সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সঙ্গে মেসি আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনও নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।
লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে জানিয়ে সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ।
বাংলাদেশ জার্নাল/আরআই