৭ বছর পলাতক থাকার পর হিযবুত তাহরীর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর’র একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- তমিজ আহম্মেদ সবুজ (৩২)।
|আরো খবর
শুক্রবার সকালে ভাটারা থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তমিজ রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
এটিইউ'র পুলিশ সুপার (ইন্টিলিজেন্স) এস এম হাসানুল জাহিদ বলেন, গ্রেপ্তার তমিজ দীর্ঘ প্রায় ৭ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
তিনি ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র এবং গণতন্ত্র ও প্রচলিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রচার প্রচারণাসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন।
হাসানুল জাহিদ বলেন, ২০১৪ সালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর'র লিফলেট বিতরণ করাকালীন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি পলাতক হয়ে যান। অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দীর্ঘ সময় ধরে সে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন।
গ্রেপ্তার তমিজের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ জার্নাল/সুজন/আরআই