ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সিলেটে সতর্ক পুলিশ

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪১  
আপডেট :
 ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৯

আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সিলেটে সতর্ক পুলিশ
ফাইল ছবি

সিলেটে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। প্রথমে একই সময়ে একই স্থানে দুই দল সমাবেশের ঘোষণা দিয়েছিল। পরে স্থান পরিবর্তন করেছে সরকারি দল।

বুধবার রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির সমাবেশস্থল নগরের রেজিস্টারি মাঠেই শনিবার আওয়ামী লীগের সমাবেশ হবে। পরে বৃহস্পতিবার আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপর আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় আওয়ামী লীগের সমাবেশ রেজিস্টারি মাঠের বদলে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে হবে।

স্থান বদল হলেও একইদিনে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান ঘিরে সিলেট নগরে উত্তেজনা বিরাজ করছে।

বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে শুক্রবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শনিবার বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস সংবাদিকদের জানিয়েছেন, কর্মসূচি ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগর পুলিশ সতর্ক থাকবে।

সমাবেশ নিয়ে সিলেট জেলা বিএনপি নেতারা জানান, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জানুয়ারিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দেয়া হয়। পরে সমাবেশের স্থান নির্বাচন শেষে বিষয়টি মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করে দলটি।

একইদিন আওয়ামী লীগের সমাবেশ ডাকা প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, সরকার নানাভাবে বাধা দিয়েও বিএনপির পক্ষের গণজোয়ারকে বাধাগ্রস্ত করতে পারেনি। এখন তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বিএনপির কর্মসূচির বিষয়টি আমরা জানতাম না, তবে জানা মাত্রই আমরা সমাবেশের স্থান পরিবর্তন করেছি। শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তি সমাবেশ করব।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত