রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নতুন জৌকুড়া ঘাট সড়কের রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে শাকিব শেখ (১১) ও চেযারম্যানের চাচাতো ভাই লোকমান শেখের ছেলে সিফাত শেখ (১৭)। শাকিব ৫ম শ্রেণির ছাত্র আর সিফাত রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
|আরো খবর
নিহত দুই ভাতিজার চাচা রাজু আহম্মেদ জানান, দুপুরে সিফাত ও শাকিব মোটরসাইকেলে রাজবাড়ী শহরে প্রাইভেট পড়তে আসছিল। সিফাত মোটরসাইকেল চালাচ্ছিল আর শাকিব পেছনে বসে ছিল। জৌকাুড়ার দয়ালনগর নতুন রাস্তা এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলসহ দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি