সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবসে উদ্বোধন হলো ক্যান্সার হাসপাতাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬

|আরো খবর
বিশ্ব ক্যান্সার দিবসে সাতক্ষীরার বিনেরপোতায় উদ্বোধন হলো ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরার বিনেরপোতায় ফলক উন্মোচন করে এই ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পরে ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বিশ্ব ক্যান্সার দিবস ও ক্যান্সার হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ারের মহাসচিব ডা.মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডা. এসকে বোস, সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন দাশ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর রহমান, ডা. সুব্রত ঘোষ, সাতক্ষীরা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, রোটারিয়ান মাহমুদ হাসান, ডা. সুব্রত ঘোষ প্রমুখ।
এবারের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘আসুন কমাই সেবার ব্যবধান।’
বাংলাদেশ জার্নাল/এমপি