সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় গৃহবধু নিহত
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহি ট্রাকের ধাক্কায় উর্মিলা নামে এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত গৃহবধূ উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মন্ডলের স্ত্রী।
রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের পাশ্ববর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোমিনুল ইসলাম বলেন, সকালে গৃহবধূ প্রমিলা মন্ডল নিজবাড়ী থেকে বের হযে কাজ করতে মাঠে যাচ্ছিলো। প্রতিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির পাশে পৌঁছাল দুটি মাটিবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে পথচারি গৃহবধুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
বাংলাদেশ জার্নাল/জিকে