ঢাকা, শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভূমি অফিস থেকে তিন দালাল আটক

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২১

ভূমি অফিস থেকে তিন দালাল আটক
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে তিন দালালকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

আটককৃতরা হলেন- বাঁশখালীর পূর্ব বড়ঘোনার হাজী আবু তাহেরের পুত্র মো. কমরুল আলম বাদশা (৫২), মনকিরচরের আবু ছিদ্দিকের পুত্র বাহাদুর (৩৬), বৈলছড়ির মৃত শফিউল কাদেরের পুত্র আমিনুল ইসলাম (৬৮)।

সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রোববার দুপুরে তিন দালালকে আটক করা হয়। আটক দালালদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত