স্বামীকে বেঁধে রেখে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
অভিযুক্ত রবিন চৌধুরী সোনাইছড়ি ইউনিয়নের ইউপি সদস্য। তিনি সোনাইছড়ি ইউনিয়নের সদস্য। এর আগে মাতাল অবস্থায় মুসল্লিদের উপরে হামলার ঘটনাও ঘটান তিনি। সেসময় মুচলেকায় মুক্তি পেয়েছিলেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুনুর রশিদ বলেন, রাত ১১ টার দিকে ৯৯৯ নম্বর থেকে একটি কল আসে। এ সময় এক নারী তাকে উদ্ধার করার আকুতি জানান। ওই নারীর দেওয়া ঠিকানা অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে এবং তার স্বামীকে উদ্ধার করা হয়। এ সময় ওই নারী রবিন চৌধুরী নামে এক ইউপি সদস্য তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ আনেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মুকিব হাসান বলেন, ভুক্তভোগীর সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের ব্যাপারে জানতে ইউপি সদস্য রবিন চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/এমএ