গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | অনলাইন সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

প্রতিকী ছবি।

গাজীপুরে চাকুরির প্রলোভন দেখিয়ে এক নারী (৪২) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে গাজীপুর মহানগরীর বাংলাবাজার এনার্জির টেক এলাকায় একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমবার গাজীপুর সদর মেট্রো থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, ওই নারী ঠাকুরগাঁও থেকে চাকরির সন্ধানে ৩০ জানুয়ারি গাজীপুর মহানগরীর গজারিয়াপাড়া এলাকায় ইকবালের বাসায় উঠেন। গত শনিবার সকালে তিনি বাংলাবাজার এনার্জির টেক এলাকায় একটি রেষ্টুরেন্টে নাস্তা খেতে যান। সেখানে এক যুবকের সাথে তার পরিচয় হয়। ওই যুবক নারীকে চাকরি দেওয়ার কথা বলে কৌশলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ওই নারী সোমবার দুপুরে সদর মেট্রো থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং ধর্ষককে ধরতে বিভিন্ন স্থানে  অভিযান চালানো হচ্ছে। 

বাংলাদেশ জার্নাল/এমএ