কুষ্টিয়ায় আলুর ব্যাগে পাওয়া গেল হেরোইন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২১ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) টহলদল একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আলুভর্তি একটি ব্যাগের মধ্য থেকে চারশো গ্রাম হেরোইন জব্দ করেছে।
রবিবার সকালে উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে মালিকানা বিহীন এই হেরোইন জব্দ করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০ টার দিকে টাঙ্গাইল হতে কুষ্টিয়াগামী আলম এক্সপ্রেসে বাসে টহল কমান্ডার মজিবুক হকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় বাসের বাঙ্কারে থাকা একটি আলুভর্তি ব্যাগের মধ্যে থেকে মালিকানা বিহীন চারশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ