নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭

নারায়ণগঞ্জের চাষাড়ায় ভবন মালিকের গুলিতে আহত রেস্টুরেন্ট ম্যানেজার শফিকুর রহমান কাজল (৫৫) মারা গেছেন। সোমবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজলের সহকর্মী আশরাফুল আলম।
|আরো খবর
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।
নিহত শফিকুর রহমান কাজল সুলতাই কাচ্চি ভাই নামের একটি রেস্টুরেন্টের ম্যানেজার ছিলেন। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ওই রেস্টুরেন্টের ভবন মালিক আজহার তালুকদারের গুলিতে তিনি আহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়। একই দিন পুলিশ আজহারসহ তিনজনকে আটক করে।
জানা যায়, বিদ্যুৎ বিলের টাকা আদায়কে কেন্দ্র করে রোববার রাতে আজহার তার শটগান দিয়ে গুলি করেন।
এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক মো. শুক্কুর আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় ইতোমধ্যে আটক আসামি আজহার তালুকদার, ছোট ভাই ও তার ছেলে আরিফ তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান জানান, এ ঘটনায় একটি পিস্তল ও একটি শটগান জব্দ করা হয়েছে। এগুলোর লাইসেন্স আছে কি না যাচাই-বাছাই হচ্ছে। অধিকতর তদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএ