নড়াইলে ইশারা ভাষা দিবসে প্রতিবন্ধীরা পেলেন হুইল চেয়ার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৫

‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আলোচনাসভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও আরেকজন প্রতিবন্ধীকে শ্রবণযন্ত্র প্রদান করা হয়। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এসব উপকরণ তুলে দেন। এসময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্যাহ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমপি