ঢাকা, সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করছিল বিলুপ্ত প্রজাতির বাজপাখিটি

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করছিল বিলুপ্ত প্রজাতির বাজপাখিটি
উদ্ধার করা বিলুপ্ত প্রজাতির বাজপাখি। ছবি: প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অব কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার বেলা এগারোটায় কুয়াকাটা পৌরসভার তুলতালীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা হয়। এটির বাম পাখায় কিছুটা ক্ষত রয়েছে।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করছিল। পরে এটি কিছুটা আহত হলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত