মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ
চট্রগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১২ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষে জড়ানো গ্রুপগুলো হলো সিএফসি, বিজয় ও সিক্সটি নাইন।
|আরো খবর
এর মধ্যে সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী এবং বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। চলে ইটপাটকেল নিক্ষেপ। এ সময় দেশীয় অস্ত্রসহ অনেক ছাত্রলীগ কর্মীকে শোডাউন দিতে দেখা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশনতলায় সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। সিএফসি গ্রুপকে বিজয় গ্রুপ দেয়ায় সংঘর্ষ ত্রিমুখীতে রূপ নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
বাংলাদেশ জার্নাল/আরআই