ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

মিরসরাই উপজেলা পরিষদের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা

  মিরসরাই প্রতিনিধি

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪

মিরসরাই উপজেলা পরিষদের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা
ছবি- প্রতিনিধি
মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলা পরিষদের পঞ্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) পরিষদের ২০২২-২৩ হতে ২০২৬ অর্থ বছরের এই পরিকল্পনা করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পরিচালক স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগ মুহাম্মদ আনোয়ার পাশা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, চট্টগ্রামের উপ-পরিচালক বদিউল আলম, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান ও মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মহাসচিব ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত