ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১  
আপডেট :
 ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

এদিকে, ভোর থেকে ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত