রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২০ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, ৩৭ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৬২০ পিস ইয়াবা, ১০ লিটার দেশি মদ, ১১ বোতল ইসকুপ, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩৪ কেজি ২২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরআই