ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কক্সবাজার সৈকতে মিলল মৃত ‘ইরাবতী’ ডলফিন ও অলিভ রিডলি কাছিম

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩২  
আপডেট :
 ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২

কক্সবাজার সৈকতে মিলল মৃত ‘ইরাবতী’ ডলফিন ও অলিভ রিডলি কাছিম
সমুদ্র সৈকতে পড়ে থাকা মৃত ডলফিন ও কাছিম। ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়া সমুদ্র সৈকতে ‘ইরাবতী’ প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এর শরীরে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছে। লেজের দিকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া একটি মৃত কাছিম ভেসে আসার খবর পাওয়া গেছে। সেগুলো মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক এ প্রাণী দুটি উখিয়ার জালিয়াপালং মোহাম্মদ শফির বিল এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতের বালিয়াড়িতে এক সপ্তাহ ধরে পড়ে ছিল। পরে বুধবার সন্ধ্যায় খবরটি স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

‘ইরাবতী’ প্রজাতির মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুট ও ব্যাস ৫ ফুট ২ ইঞ্চি। আর কাছিমটি ‘অলিভ রিডলি’ প্রজাতির।

সাগরে কোন জলযান বা জেলেদের জালে আটকা পড়ে বেশ কয়েকদিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে জোয়ারের পানিতে কূলে ভেসে আসে।

বেলাল বলেন, সৈকতে পড়ে থাকা কাছিমটিরও কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। এখন প্রজনন মৌসুম হওয়ায় সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে এসে কাছিমটির মৃত্যু ঘটতে পারে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনসংরক্ষক মো. সরওয়ার আলম জানান, তারা বুধবার সন্ধ্যায় বিষয়টি জেনেছেন। সামুদ্রিক প্রাণী দুইটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এদেরকে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত