রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি সাভারে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১০ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪১

রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদকে সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার নূর মোহাম্মদ দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক ছিলেন।
|আরো খবর
র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০০৬ সালে রংপুর মিঠাপুকুর থানা এলাকায় ভাবিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নূর মোহাম্মদ। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে আসামি নূর মোহাম্মদ ভিকটিমকে রেখে পালিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্বামী অভিযুক্ত নূর মোহাম্মদকে আসামি করে রংপুর মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর আসামি আত্মগোপনে চলে যায়। মামলার বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ২৬ জুন আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত রায় ঘোষণার সময় আসামি আত্মগোপনে ছিল। র্যাব-২ তাকে গ্রেপ্তারের উদ্দেশে গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, রাজধানীর গেন্ডারিয়া, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে রংপুর মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এমপি