ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

মহেশপুর সীমান্তে দশটি সোনার বারসহ আটক ১

  ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৫

মহেশপুর সীমান্তে দশটি সোনার বারসহ আটক ১
সোনার বারসহ আটক মফিজুর রহমান। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে ১০টি সোনার বারসহ মফিজুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত সোনার বারের আনুমানিক মূল্য সাড়ে ৯২ লাখ টাকা।

শনিবার মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা এক প্রেস ফ্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা বলেন, আটক মফিজ যশোরের শার্শা উপজেলার গেড়িপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনার চালান ভারতে পাচার করা হবে- খবর পেয়ে বিজিবির একটি দল রাজাপুর এলাকায় তল্লাসী চৌকি বসায়। বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেল আটক করে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছে এক কেজি ১৬৬.৪০ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়।

এ ব্যাপারে মফিজুর রহমানের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত