ঢাকা, বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মনোহরদীতে নদীর মাটি কেটে নেয়ায় দেড় লাখ টাকা জরিমানা

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৪  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩১

মনোহরদীতে নদীর মাটি কেটে নেয়ায় দেড় লাখ টাকা জরিমানা
এক্সাভেটর দিয়ে নদীর মাটি কাটা হচ্ছে। ছবি: প্রতিনিধি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদীতে নদীর পাড় ও রাস্তার কিনারা কেটে মাটি নেয়ায় মোবাইল কোর্ট তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়েছে।

মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের কোচের চর ও কেরানী নগর গ্রামের নদীর পাড় ও রাস্তার কিনার থেকে এক্সাভেটর দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেস্ট্রট ইসরাত জাহান মঙ্গলবার রাতে সেখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ঘটনাস্থেল গিয়ে হাতেনাতে ধরা হয় তাদের। এসময় কেরানী নগর গ্রামের বালু ব্যবসায়ী আসাদ উল্লাহ, কোচের চর গ্রামের মোল্লা সাইফুলসহ তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত