তেলবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী বাসের সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ২৩:০৯ আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২৩:৩১
চট্টগ্রামের ইপিজেড এলাকায় তেলের রেল গাড়ির সঙ্গে দ্রুতগামী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এয়ারপোর্ট রোডের মেঘনা অয়েল এর সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আজিজুল হক(৩০), আসাদুজ্জামান(৩০) ও মিটন কান্তি দে (২৫)।
|আরও খবর
প্রত্যক্ষদর্শী ও নিহতদের হাসপাতালে আনায়নকারী আনোয়ার জানান, মেঘনা অয়েল এর সামনে তেলের রেল গাড়ি আসার সময় রেল কর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলে ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে বাস উল্টে যায় এবং বাসের দুইযাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ কর্তব্যরত কর্মকর্তা জানায়, নিহতদের লাশ কর্তব্যরত চিকিৎসক ইমারজেন্সি মর্গে প্রেরণ করেন।
বাংলাদেশ জার্নাল/এমএ