শবে বরাতের নামাজ শেষে ঘরে ফিরে দেখলেন স্ত্রীর গলাকাটা লাশ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১২:৪০ আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩:০১
জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
|আরও খবর
নিহত গৃহবধূ পান্না বেগম জেলার আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পান্না বেগমের স্বামী সিরাজুল ইসলাম গত রাতে শবে বরাতের নামাজ ও মিলাদের জন্য গ্রামের মসজিদে গিয়েছিলেন।৷ পরে তিনি বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন।
এসময় স্থানীয়রা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর গলাকাটা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ জার্নাল/এমপি