চাঁদপুরে জাল-নৌকা ও জাটকাসহ ২৯ জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৩:৫৪

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় তারা জাটকা ধরছিলেন।
|আরো খবর
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে জাটকা ধরার সময় হাতেনাতে জেলেদের আটক করা হয় বলে জেলার নৌ থানার ওসি মো. কামরুজ্জামান জানান।
আটক জেলেদের সবার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা। তাদের কাছ থেকে কারেন্টজাল, ৫টি মাছ ধরার নৌকা ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।
ওসি মো. কামরুজ্জামান বলেন, আটককৃতদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে মডেল থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে। ৮ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৩ জন শিশু জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এসময় কারেন্ট জাল জব্দ করা হয়
পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আরও জানান, জব্দ করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি পাঁচটি নৌকা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আর ১৮৮ কেজি জাটকা স্থানীয় গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
বাংলাদেশ জার্নাল/এমপি