চুরি যাওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৮:০৯

টঙ্গীতে মোটরসাইকেল চোরচক্রের পাচঁ সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
|আরো খবর
রোববার ভোরে টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের বোর্ড বাজার এলাকার রাশেদুল ইসলাম রনি (২৩), পূবাইলের রকিবুল ইসলাম রকিব (২৮), টঙ্গীর মাছিমপুর এলাকার মো. হাসিবুল ইসলাম শামীম (২৭), গাজীপুরের কালীগঞ্জের মো. সাকিল (২৩) ও মো. জুয়েল উদ্দিন (২৫)।
উদ্ধারকৃত তিনটি চোরাই মোটরসাইকেল । ছবি: প্রতিনিধি
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি মোটরসাইকেল চুরি যাওয়ার একটি অভিযোগের তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে রোববার আধুনিক প্রযুক্তির সহায়তায় টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই পাঁচজনকে আটক ও তাদের হেফাজত থেকে চোরাই তিনটি মোটরসাইল জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরআই